মোঃবদিউজ্জামান তুহিন,নোয়াাখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলা বিএনপির নব নির্বাচিত আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এড: এবিএম জাকারিয়া ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, গোলাম হায়দার বিএসসি সদস্য করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নোয়াাখালী জেলা যুবদলের সভাপতি চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সম্পাদক ও সাবেক চৌমুহনী সরকারি এস. এ. কলেজের জি.এস জালাল উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডি সভাপতি ,বেগমগঞ্জের গণমানুষের আইকন নোয়াখালী জেলা যুব সমাজের অহংকার এক সময়ের তুখোড় কারিশমা ছাত্রনেতা , মানবতার ফেরিওয়ালা সময়ের সাহসী পুরুষ, জননেতা মনজুরুল আজিম জি.এস. সুমনের পক্ষ থেকে তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা সৌজন্যে নোয়াখালী জেলা যুবদলের সদস্য এ.কে.এম ফজলুল হক বিটু।