শিরোনাম

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীদের হটাৎ করে ছাটাইয়ের সিদ্ধান্ত কতৃপক্ষের


মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আউটসোর্সিংয়ে চাকরিরত ২৭৬ জন স্বাস্থ্যসেবা  কর্মীকে চাকুরি হতে অবহিত দিয়েছে কতৃপক্ষ দাবি আউটসোর্সিং স্বাস্থ্যসেবা কর্মীদের।
আজকে দুপুরে হঠাৎ করেই চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন মুগদা হাসপাতাল কতৃপক্ষ তারই পরিপ্রেক্ষিতে আজ মুগ্ধ হাসপাতালের সামনে তারা জড়ো হয়েছেন এবং তাদের কষ্টের কথা বলছেন এবং বিশ্ব ব্যাপি যখন করোনা মহামারিতে মানুষ যখন ঘর বন্ধি তখন তারা জীবনের মায়া না করে করোনা রোগীদের সেবা দেন। এখন শুদিন আসলে আজ আমাদের মুগদা হাসপাতাল থেকে বিতাড়িত করছে চাইছে একটা স্বার্থনেসী মহল।১৫ মাস বেতন না পেয়ে ও চাকরি করেছি আমরা ঘর ভাড়া দিতে পারিনি ঘর থেকে বের করে দিয়েছে।
 অনেকের স্বামী নেই অনেকের সন্তান নেই এবং তারা এখন কি করে আহার জোগাড় করবে। আমাদের জীবনই বা কিভাবে চলবে। বাসা ভাড়ার ব্যবস্থা কিভাবে হবে। তাদের  দাবি তারা যেন তাদের চাকরিটি পুনরায় আবার ফেরত পান। আমাদের সাথে কিছু বিএনপির নেতাদের সাথে কথা হয়।তারা নাম পরিচয় বলতে চান না তবে এখানে কাউকে আন্দোলন করতে দিবে না।তাদের দাবি নতুন করে বিএনপির লোকজন আউটসোর্সিংয়ে নেওয়া হোক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বশেষ সংযোজন

আরো দেখুন