নোয়াাখালী প্রতিনিধিঃ নোয়াাখালী বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন ও তার সাঙ্গ-পাঙ্গরা আজো ধরা পড়েনি অভিযোগ সূত্রে জানা যায় গত ২৮ জানুয়ারি ২৫ ইং তারিখে কাদিরপুর ইউপি ইয়ারপুর গ্রামের কালার টেকে পত্রিকা সংবাদ প্রকাশের জের ধরে ইউনিয়ন আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিনের সাঙ্গপাঙ্গরা জেলার বর্ষীয়ান সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ব্যুরো চিফ,দ্য কান্ট্রি টুডে পত্রিকা জেলা প্রতিনিধি,বাংলাদেশের পত্রিকার জেলা প্রতিনিধি ,বদিউজ্জামান তুহিন’কে একা পেয়ে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে কিছু অসুস্থ উক্তি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করিয়া ব্যক্তিগত ও সামাজিক মান-সম্মান ক্ষুন্ন করেছে। সন্ত্রাসীরা হলো সালাহ উদ্দিন (৪৮) ২.শাহ আলম ( ২৮) ৩.মিজান ৪.সফিকুর রহমান (মহিন)এই ঘটনা সাংবাদিক তুহিন বেগমগঞ্জ মডেল থানায় ২৯ জানুয়ারি ২৫ ইং অভিযোগ দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি।