বাংলাদেশের পত্রিকা ডেস্কঃ
ফার্মগেট ঢাকা তেজগাঁও কুতুববাগ দরবার শরীফের মধ্যে হাজার ও আশেকান মুরিদান ভক্ত জাকেরের উদ্দেশ্যে খাস বয়ানে খাজা বাবা কুতুববাগী কেবলাজান শুক্রবার এসব কথা বলেন।
দেশের প্রতিটি জেলা থেকে প্রতিবছরের মতো এবারও অসংখ্য আশেক জাকেরান দলে দলে কাফেলা নিয়ে এই বিশ্বজাকের ইজতেমায় যোগদান করেন। ভারতসহ বিদেশি অনেক জাকের মুরিদও এই ওরসে শরিক হন।
এর আগে গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ বাদ জোহর পবিত্র ফাতেহা পাঠের মধ্য দিয়ে খাজাবাবা কুতুববাগী এই বার্ষিক মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমার উদ্বোধন করেন। দুদিন ব্যাপি আমবয়ানে কুতুববাগ দরবারের ওলামা মিশনের সদস্যগণ ছাড়াও শরীয়ত তরিকত হাকিকত মারেফত বিষয়ে কুরআন-সুন্নাহ ও ইজমা-কিয়াসের আলোকে মূল্যবান বয়ান পেশ করেন দেশবরেণ্য হাক্কানী ওলামায়ে কেরামগণ।
শুক্রবার ৩১ জানুয়ারি বাদজুমা কুতুবাগী পীর সাহেব হযরত সৈয়দ জাকির শাহ বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন। হাজারো মানুষের আমীন আমীন ধ্বনিতে মুখর হয়ে ওঠে ওরসের বিশাল প্রাঙ্গন।
উল্লেখ্য বিগত কয়েকদিন সম্পূর্ণ বিনামূল্যে আগত ভক্ত জাকেরদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে কুতুববাগ দরবার কর্তৃপক্ষ। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা মাহমুদুর রহমান।
এ সময় কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে বয়ান পেশ করেন তিনি। উক্ত ওরসে আরও উপস্থিত ছিলেন, রশিদুজ্জামান মিল্লাত, সাবোক জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন ২০০১ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ। ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান,রফিকুল আমীন।