বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলা যুবদলের সভাপতি চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সম্পাদক সাবেক চৌমুহনী সরকারি এসএস. কলেজের (জি.এস) জালাল উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডি সভাপতি হাজারো ছাত্র জনতার আইকন। এক সময়ের তুখোড় কারিশমা ছাত্রনেতা। মানবতার ফেরিওয়ালা মনজুরুল আজিম জিএস সুমন ৩১ জানুয়ারি হাজারো ছাত্র জনতা হোন্ডা বহরে বেগমগঞ্জের ১৫ নং শরীফপুরে রাস্তার হাটে এক বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ মানবতার নেতা।