নোয়াখালী প্রতিনিধিঃ
‘কন্ট্রাক্ট কিলিং’য়ের শিকার সাবেক ছাত্রদল নেতা, দাবি পরিবারের নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশ হেফাজতে মারা যাওয়া আবদুর রহমান (৩৪) উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। বর্তমানে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন তিনি। পরিবারের দাবি, আবদুর রহমানকে ‘কন্ট্রাক্ট কিলিং’ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রহমান। ওইদিন সকালে গুলি-রামদাসহ তাকে আটক করে থানায় সোপর্দ করে সেনাবাহিনী।