শিরোনাম

বেগমগঞ্জে গভীর রাতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান,২ লাখ টাকা জরিমানা


নোয়াখালী প্রতিনিধিঃ

পরিবেশ ধ্বংসকারী নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন
উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যরাতে একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান। এসময় মজুদ রাখার দায়ে ৪ হাজার কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ ও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান। এ সময় চৌমুহনী বাজারের ‘নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং’ নামের কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার কেজি পলিথিন এ কাঁচামাল জব্দ করা হয়। এ সময় তাকে পলিথিন উৎপাদন ও মজুদ রাখার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজারের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। মূলত মালিকপক্ষ দিনে অভিযান হবে এই ভয়ে রাতের বেলায় অবৈধ পলিথিন উৎপাদন করেন। তাই হাতেনাতে ধরার জন্য মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতিকর। এটি বন্ধ করতেই হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরাসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments