সাকিব হোসেন, নাগরপুরঃ টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে শনিবার ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ শীত বন্ত্র বিতরণ করা হয়। ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শহিদুল আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায়
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম আজম, ধুবড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরাফাত ইসলাম ময়না, সাধারণ সম্পাদক শাহীন সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীবৃন্দ।