বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদের ছোট ভাই মিনহাজ আহমেদ জাবেদ।তারই আশীর্বাদ পুষ্ট বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন। মিনহাজ আহমেদ জাবেদ তৎকালে সন্ত্রাসী বাহিনী এবং ক্ষমতার দাপটে গ্লোব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য,মামুনুর রশিদ কিরণ ও পারটেক্স গ্রুপ থেকে বাহিনীর ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।অভিযোগ আছে,নোয়াখালীর বিভিন্ন শিল্পপতির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে মিনহাজ ও চেয়ারম্যান সালাহ উদ্দিন। তদন্ত করে এ কুশিলব কে গ্রেফতার করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুতি জানিয়েছে নোয়াখালীবাসি।