শিরোনাম

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না-মাহফুজ আলম


মোঃজাকির হোসাইন,রামগঞ্জ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগামী যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার(২৫ জানুয়ারি)বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘নতুন করে ওয়ান ইলেভেন আবার তৈরি হবে। এমন দুশ্চিন্তা করে লাভ নেই। আমাদের লক্ষ্য একটি সুস্থ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। তবে শেখ হাসিনা এবং তার দোসরদের জন্য সেই নির্বাচন নয়। কারণ,দেশের গণমানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছি। তাই আগামী যেকোনো নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না।’

তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট ওই দল ১৬ বছর ক্ষমতায় থেকে খুন, গুম, সন্ত্রাস এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের দোসর এখনো যারা সরকারি প্রশাসন এবং বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তাদেরকে উৎপাটন করে পুরো একটি সংস্কার কার্যক্রম শেষ করে তবেই নির্বাচন। একই সঙ্গে জুলাই বিপ্লব স্পিরিট ধারণ করে একসঙ্গে সবাইকে নিয়ে দেশ গড়ার শপথ গ্রহণের কথা আবারও তুলে ধরেন।’

রামগঞ্জ মডেল কলেজের অধ্যাপক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় ও রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বাচ্চু মোল্লা, উপজেলা জামায়াতের আমীর নাজমুল ইসলাম পাটওয়ারী, পৌর সেক্রেটারি এড. হাসান বান্না, ইসলামি আন্দোলনের নেতা জাকির হোসেন পাটওয়ারীসহ উপজেলার বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments