শিরোনাম

পোশাক বদল,রাষ্ট্রের খরচ শুনলে চোখ কপালে উঠবে


বদলে যাচ্ছে পুলিশ,র‍্যাব ও আনসারের পোশাক।কিন্তু এই পোশাক বদল এর সরকারের খরচ কত ২ লক্ষাধিক পুলিশ ১২ হাজার র‍্যাব আর ৬১ লাখ আনসারের।এ পোশাক বদলে রাষ্ট্রের যে খরচ হবে সেটা শুনলে চোখ কপালে উঠতে পারেন।বাংলাদেশের মোট পুলিশ সদস্য ২ লাখ ১৩ হাজার প্রায় যাদের জন্য বরাদ্দ গ্রিস্মকালীন ২টি হাফ হাতার শার্ট ও ২টি প্যান্ট। শীতকালীন ফুল হাতা টি-শার্ট বছরের একটি বুট জুতা বেল্ট ও ব্যাজ পুলিশের কতৃপক্ষ  থেকে নিশ্চিত করা হয় এসব পোশাকের সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়।জানা যায় প্রতিটি পুলিশ সদস্যের পোশাক বাবর সর্বনিম্ন খরচ সাত থেকে আট হাজার টাকা।একই রকম ভাবে র‍্যাব সদস্য সংখ্যা ১২ হাজার এবং আনসার ৬১ লাখ, শুধু পুলিশ বাহিনীর পোশাক এর জন্যই খরচ হয় ১৬০ কোটি টাকা।একই হিসাব র‍্যাব সদস্যর ও
 আনসার সদস্যদের জন্য প্রযোজ্য সব মিলিয়ে পুলিশ,র‍্যাব ও আনসারদের বাৎসরিক পোশাক বাবদ খরচ হয়েছে ৪৬ হাজার ৪০০ কোটি টাকা। চোখ কপালে ওঠা এই বিপুল অর্থ দেশের হাল অবস্থায় ব্যয় করা কতটা যৌক্তিক সাধারণ জনগণও এই প্রশ্নে বিভ্রান্ত হবেন নিশ্চিত।৫ অগাস্টের পর পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে  নানাআলোচনার পর অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে।নতুনভাবে পুলিশের জন্য আয়রন রঙের র‍্যাবের জন্য সবুজ জলপাই ও আনসারের জন্য সোনালী গম রঙের পোশাক নির্বাচন করা হয়েছে।সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন,পোশাকের সাথে  সব মন-মানসিকতা ও সব পরিবর্তন হবে।তা নিয়ে আমি বারবার একটা কথাই বলি আপনারা কিন্তু একটা ক্ষেত্রে বেশি জোর দিবেন সেটা হলো দুর্নীতি। কিন্তু নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন এই পোশাক পরিবর্তন সংস্কারের অংশ হলেও এটি র‍্যাবের পূর্ববর্তী পরিচিতি এবং ভাবমূর্তির সঙ্গে বেমানান।নতুন পোশাকে যেন একেবারে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ হয়ে উঠেছে।অনেকে নতুন পোশাকে নিরাপত্তারক্ষীদের পোশাকের সঙ্গে তুলনা করছেন।এমনকি কেউ কেউ বলছেন এটি দেখতে সাধারণ এবং গুরুত্বহীন।এ ধরনের পোশাক বিশেষ বাহিনীর মর্যাদা কে সঠিকভাবে উপস্থাপন করতে ব্যার্থ হবে।এসব বাহিনীর  পোশাকের পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন স্বভাব-চরিত্র খাসলত পরিবর্তন না করে।পোশাক পরিবর্তনের কোন লাভ নেই।  সমস্যা পুরো সিস্টেমে। আচ্ছা এই সিস্টেম শব্দ টা  থেকে একটু পোশাক বদল এর পুরো সিস্টেম নিয়ে সামান্য আলোচনা করা যাক। দেশের অর্থনীতির আবার ক্রান্তিলগ্নে পোশাক বদল এর বরাদ্দ নিয়ে সচেতনতা প্রশ্ন করতেই পারেন।এমন সময়ে পোশাক বদল এর সিদ্ধান্ত কতটা যৌক্তিক আন্দোলন মনস্তত্ত্ব উন্নয়নের প্রভাব পড়বে না এক ফোটাও তিন বাহিনীর এই বিপুল সংখ্যক সদস্যদের পোশাক তৈরিতে কত সময় অর্থ আর শ্রমিক প্রয়োজন তারা একটা ন্যূনতম হিসেব কষা যাক।তবে এখন মাত্র রং আর ডিজাইন চূড়ান্ত হয়েছে।এই ডিজাইন করতে কত খরচ হলো সেটা অবশ্য প্রকাশ্য নয়। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বিডিআরের নাম বদল করে রাখা হয় বিজিবি। পরিবর্তন করা হয় পোষাকের তাতে কি রাষ্ট্র বা জনগণের কোনো উপকার হয়েছে নাকি বিডিআর তথা বিজিবি কর্মপরিধি এসেছে বড় পরিবর্তন।তবে সচেতন বলছেন এখন শরীর থেকে বদলে ফেলা হচ্ছে না মাত্র সিদ্ধান্ত হচ্ছে। কার্যকর হতে সময় লাগবে হতেও পারে অন্তর্বর্তী সরকারের সরে আসতে পারেনি নতুন সিদ্ধান্ত থেকে পোশাকের বাজেটে যে অংকটা সত্যি হয় তাহলে সচেতনতা ও চাইবেন আরেকবার ভাবুন ডক্টর ইউনুস প্রশাসন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments