বেগমগঞ্জের কাদিরপুর ইউপি চেয়ারম্যান নোয়াখালীতে সাংবাদিক বদিউজ্জামান তুহিন’কে নৃশংস হামলার ঘটনায় ৪ বছরে ও বিচার হয়নি।নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সাহসী সাংবাদিক ইংরেজি দৈনিক দ্য কান্ট্রি টুডে পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক মাতৃভূমি পত্রিকার ব্যুরো চীফ, অনলাইন পোর্টাল পল্লী নিউজ এর নোয়াখালী প্রতিনিধি, স্থানীয় দৈনিক নোয়াখালী সময় পত্রিকার স্টাফ রিপোর্টার, বাংলাদেশের পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি, নোয়াখালী প্রেস ক্লাবের সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) চৌমুহনী ইউনিটির সহ-সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক মোঃবদিউজ্জামান তুহিন’কে গত ২২ জানুয়ারি ২০২২ পত্রিকা রিপোর্টিং এর জের ধরে বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন সাংবাদিক বদিউজ্জামান তুহিনকে একা পেয়ে পৌরণ বিবি বাজার দঃ ব্রিজের পাশে সন্ধ্যা ৭ টায় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা তাকে ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত ফুলা ও বেদনা দায়ক জখম করে আহত করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় সাংবাদিক তুহিন থানা ও আদালতে মামলা করে ও আ.লীগ ক্ষমতার দাপটে কোন বিচার পায়নি। ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন এখনো বীর দর্পে চলাফেরা করছে।গ্রেফতার করতে অন্তবর্তী কালীন সরকারের কাছে সাংবাদিক বদিউজ্জামান তুহিনের আকুতি।