লালমনিরহাট শহরের হারিভাঙা থেকে পুলিশ লাইন সার্কিট হাউজের সামনে দিয়ে মিশন রোড যাচ্ছিলেন জেমস পিটারসন হঠাৎ কোথা থেকে একটি শিয়ালের এসে তাকে আক্রমণে করে।সেই সময় শিয়ালটি তার অন্ডকোষের কিছু অংশ কামড়ে ছিড়ে নিয়ে যায়।নিজেকে রক্ষা করতে শিয়ালের সঙ্গে অনেক সময় ধরে যুদ্ধ করতে হয় তাকে।পরে একজন পথচারী লাঠি নিয়ে এলে শিয়াল টি পালিয়ে যায় এর মধ্যেই তার শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয় শিয়ালটি।পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সোমবার রাত নয়টার দিকে শহরের সার্কিট হাউজ পুলিশ লাইন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মোখলেস নামের এক ব্যক্তির কানসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে আহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জানা গেছে পুলিশ লাইনসহ ঢাকা বুড়িমারী সড়কে একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে পথ যাকে পাই তাকে কামড়ে দেয়। এসময় থেকে কয়েকটি কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটি কুকুরগুলোকে ধাওয়া দেয়। পরে স্থানীয় দোকান কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটি কে মারার জন্য ধাওয়া করে ও ধরতে পারেনি।পরে চতুর শিয়াল টি তারা খেয়ে লোকালয় ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর সিয়াল টি আবার এসে লোকজনকে আক্রমন করে এসময় শচীনের অণ্ডকোষ ও মোখলেসের কানসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় এছাড়াও শিয়ালটি ১টি শিশুসহ ৯ জন কে কামড়ে দেয়।লালমনিরহাট।বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান খাবার সংকট ও বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে জানান তিনি।শিয়াল টি আবার কখন এসে আক্রমণ করে সেই সংখ্যায় এলাকাবাসী।