শিরোনাম

পদ ছাড়ার কারণ জানালেন সারজিস


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস। আলম এতদিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি।বুধবার নিজের  ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।জানান এখন থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই সাধারণ সম্পাদক নামের কোন পদ আর থাকবেনা।সেইসাথে পদ ছাড়ার কারণ ও জানান সারজিস আলম  ফেসবুকে সারজিস আলম লেখেন এখন থেকে এক্সেকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করবেনব চিফ এক্সকিউজ অফিসার বা সিইও যেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমান সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।গভর্নিং বডির ফাউন্ডশন policy-making এর কাজ করবে। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৪ জন উপদেষ্টা রয়েছেন। সাধারণ সম্পাদক নামে কোন পদ এখন নেই। স্ট্যাটাসে সারজিস আলম আরও  লিখেন ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন শুরু করছি ২১অক্টোবর ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি ৭ জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিশিয়ালি আমার দায়িত্ব শেষ করি।

৩১ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড ১২৬ শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জন কে আর্থিক সহযোগিতা করা হয়।পাশাপাশি প্রায় ১১ হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় ২০০০ আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। স্ট্যাটাসের দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে সারজিস আলম উল্লেখ করেন ফাউন্ডেশন এর গতি ত্বরান্বিত করার জন্য গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়া তে পরিবর্তন আনা হয়েছে।আর এজন্যই তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।এ বিষয় যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশন-এর প্রয়োজনের সময় দেয়া আমার জন্য সম্ভব হবে না। তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ করা বাদ দেন বা ত্যাগ করা কোন দূর্বলতা নয় বরং তাদের সাহস লাগে চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments