জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস। আলম এতদিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি।বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।জানান এখন থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই সাধারণ সম্পাদক নামের কোন পদ আর থাকবেনা।সেইসাথে পদ ছাড়ার কারণ ও জানান সারজিস আলম ফেসবুকে সারজিস আলম লেখেন এখন থেকে এক্সেকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করবেনব চিফ এক্সকিউজ অফিসার বা সিইও যেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমান সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।গভর্নিং বডির ফাউন্ডশন policy-making এর কাজ করবে। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৪ জন উপদেষ্টা রয়েছেন। সাধারণ সম্পাদক নামে কোন পদ এখন নেই। স্ট্যাটাসে সারজিস আলম আরও লিখেন ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন শুরু করছি ২১অক্টোবর ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি ৭ জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিশিয়ালি আমার দায়িত্ব শেষ করি।
