মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাদাৎ হোসেন সহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় গ্রেপ্তারকৃতদের।
গ্রেপ্তারকৃতরা হলেন,পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাদাৎ হোসেনের ভাই মিজান(৩৫),শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির(৩৪)ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম(৩৫)।তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।