মাদারীপুর পৌরসভা ২ নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে,সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া সহ একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এঘটনায় বোমা বিস্ফোরণে রনি হাওলাদার নামে এক যুবক আহত হন।স্থানীয়দের থেকে জানা যায়,গত ৪/১/২০২৫ তারিখে শহরের নতুন মাদারীপুর এলাকায় পিকনিকের আয়োজন করেন স্থানীয় চুন্নু হাওলাদারের ছেলে রনি হাওলাদার ও এলাকার যুবকেরা।খিচুরি রান্নার সময় জ্বালানী কাঠ কম পরলে পাশ্ববর্তী বাদল লষ্কর নামে এক লোকের বাসা থেকে পুরাতন খাট নিয়ে এসে খিচুরি রান্না করা হয়।পরবর্তীতে বাদল লষ্কর বিষয়টি জানতে পারলে বিষয়টি নিয়ে রনি হাওলাদারের সাথে তর্কবির্তক হয়।এরই জেরে সোমবার রাতে রনি হাওলাদারের উপর আক্রমণ করে বাদল লস্করের লোকজন।হামলার বিষয়ে আহতের বাবা চুন্নু হাওলাদার জানান,সোমবার রাতে নতুন মাদারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আড্ডা দিচ্ছিলেন রনি হাওলাদার।হঠাৎ এই রাকিব,মাসুম,রানা,আলামিন ইউসুফ নামে কয়েকজন এসে তাকে মারধর শুরু করেন।প্রতিবাদ করতে গেলে আক্রমনকারীরা বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করেন।এতে চোখে বোমাবিস্ফোরিত হয়ে গুরুতর ভাবে আহত হন রনি।পরবর্তীতে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন রনি হাওলাদার।ক্রমেই চোখের অবস্থা খারাপ হলে আহতকে ঢাকা চক্ষু হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
এসময় তিনি বলেন,বাদল লস্কর মানবপাচারকারী।তার দুই ছেলে ইতালিতে থাকেন।অর্থের দাপটে তিনি এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ান।হামলার বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে,তিনি জানান-ছেলেকে নিয়ে জরুরি ভাবে ঢাকা রওনা হওয়ায় এবিষয়ে থানায় অভিযোগ করতে সময় পাননি তিনি।চিকিৎসা পরবর্তী ফিরে এসে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।এবিষয়ে অভিযুক্ত বাদল লস্করের সাথে যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়নি।এদিকে সংঘর্ষের পরপরই ঘটনা স্থলে পৌছে পরিস্থতি নিয়ন্ত্রনে আনেন সেনাবাহিনী ও পুলিশ।তবে আপাতত সংঘর্ষ থামলেও যেকোনো সময় পুনরায় সংঘর্ষ বাঁধার শংকা রয়েছে বলে জানান এলাকাবাসী।