শিরোনাম

এবার সীমান্ত বিজিবিকে কলা-পানি খাইয়ে ভাইরাল আরেক কৃষক


সীমান্তে শত্রুর চোখরাঙানি কোনোভাবেই সহ্য করা হবে না।তাইতো আশপাশের গ্রামের সবাই ছুটে গেছেন বিজিবি পাশে।সেই ভিড়ের মধ্যে এই বীর কৃষকের দিকে আপনার চোখ আটকাতে বাধ্য সবাই।যখন মাতৃভূমি রক্ষায় ঘন্টার পর ঘন্টা সীমান্তে দাঁড়িয়ে তখন তাদের জন্য কলা বোতল ভর্তি পানি নিয়ে হাজির কৃষক নিজেক এগিয়ে পাহারারত বিজিবি সদস্যদের কলা খাওয়াচ্ছেন।কয়েক সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সয়লাব হয়ে গেছে।অনেকে ভিডিওটি শেয়ার করে লিখছেন এইতো আমার দেশ কেউ লিখছেন চমৎকার ভালোবাসা এই জাতিকে রুখবে কে। আগে পিছে লাভ লোসখান না ভেবেই শত-শত  মানুষ ছুটে জান সীমান্তে প্রতিপক্ষকে দমন না করা পর্যন্ত যেনো সবাই পণ করেছিলেন সীমান্ত থেকে নড়বেন না।যার হাতে যা আছে তাই নিয়ে সীমান্তে হাজির হয়ে যান চাপাই নবাবগঞ্জের, শিবগঞ্জের সীমান্ত এলাকায়।সেখানে শনিবার সংঘর্ষ হয়।ভারতীয়দের সাথে এই ঘটনায় আহত হয়েছেন কয়েক জন এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে সীমান্তে বিজিবির সাথে কাসতে হাত মোঃ বাবুল নামের একজনের  ছবি ভাইরাল হয়।সেই ছবিতে দেখা যায় হাতে একটা কাসতে পরনের লুঙ্গি কিছুটা নিচু হয়ে বসে আছেন তিক্ত রক্ত চক্ষুর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে। যেনো বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালে সব শেষ করে ফেলবে সে। মাতৃভূমির প্রতি এত প্রেম এত ভালবাসায় ভরা তারই ছবির কারণে হিরো বনে গেছেন রাতারাতি।গেল কয়েক দিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে উত্তেজনা চলছে সীমান্তের।সার্বক্ষণিক কঠোর অবস্থানে রয়েছে বিজিবি আন্তর্জাতিক শূন্যরেখা কয়েক দফায় বেড়া নির্মাণ করতে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়।ভারত সরকার স্থানীয়রা বলছেন আইন অমান্য করে বাংলাদেশের ভেতরে শূন্য রেখায় বেড়া নির্মাণ করতে চায় বিএসএফ।তা কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশে,জানানো হয়েছে আনুষ্ঠানিক প্রতিবাদ ও।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments