অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস,ইসরাইল বুধবার কাতারে মধ্যস্থতাকারীদের দেয়ার শর্তে রাজি হয় দুপক্ষই।১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলি আগ্রাসন চলার পর অবশেষে এলো যুদ্ধবিরতির সুখবর। এরইমধ্যে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে ৪৭ হাজার ফিলিস্তিনি।বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, খলিল ইয়াহিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাতার এবং মিসরের মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির অনুমোদনপত্র হস্তান্তর করেছে।প্রাথমিক ভাবে জানানো হয়েছে রোববার থেকে কার্যকর হবে এই যুদ্ধ বিরতির।এর আগে গাজায় যুদ্ধ বন্ধের দফায় দফায় উদ্যোগ নেয়া হয় কিন্তু ইজরায়েলের আপত্তির মুখে তা ভেস্তে যায়। যুদ্ধ বিরতির উদ্যোগ বারবার ভেস্তে যাওয়ায় চাপ বাড় ছিলো নেতানিয়াহু প্রশাসনের উপর ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে ভূখণ্ডে অভিযান চালায় হামাস এরপর থেকে গাজায় তান্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইল নবনির্বাচিত র্মাকিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে কোনো মূল্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করবেন তিনি।