শিরোনাম

পর্যটন মৌসুমে বান্দরবানের পর্যটকের  চিত্র


বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিপাসুরা সারাবছর উন্মুখ থাকে শীতের আগমনের জন্য।পরিবার পরিজন দলবল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের গন্তব্য থাকে বান্দরবান।তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন নিরাপত্তার কারণে বান্দরবানে নেই কাঙ্খিত পর্যটক। বান্দরবান পর্যটন আর এতে বান্দরবন হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত।রিদয় দোলানো রুপের মাধুর্যতা যে কেউ বিভোর হয়ে যাবেন নিশ্চিত সুউচ্চু পাহার,সবুজ বনানী ঘন মেঘ মল্লার দল কুয়াশা গেরা নীল রঙ্গের আকাশ।নদীর বহমা শ্রোত হাজারো ঝর্ণাধারায় বেঁচে থাকা পাহাড় প্রকৃতির নীলা ভূমি বান্দরবান।পাহাড়ে ঘেরা নীলা ভূমি মনো মুগ্ধ কর দৃশ্য বটে ভ্রমণের দুচোখ ক্ষনে ক্ষনে আটকে যাবে তাই বান্দরবন’কে অনেকে রুপের রানী বলে থাকেন।আবার কেউ কেউ এক পাহাড়ি কন্যা ও বলেন থাকেন।বান্দরবানের চিম্বুক নীলা গীরী নীলাচল পাহাড় তাজিকিস্তান দম কেউবা পাহাড়ের চূড়া থেকে দেখে মনে হবে যেন পৃথিবীতে নয় শান্তিময় কোন গ্রহ।সাদা মেঘের আকাশ ও সবুজ পাহাড়ের দৃশ্য দেখার সুযোগ থাকায় পর্যটন মৌসম সহ সারা বছর দেশ বিদেশি পর্যটক লেগেই থাকে বান্দরবানে।সাধারণ পর্যটকরা বলেন,আসলেই  এখানেই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনমুগ্ধকর যা আমি বলে বুঝাতে পারব না।যে মানে কয়টা শব্দ দিয়ে তা বর্ণনাতীত হয়ে যাবে।আসলে এত সুন্দর জায়গাটা অনেক ভালো লাগছে সবকিছু মিলিয়ে খুব সুন্দর জায়গা। বাংলাদেশে আসলে আমাদের বাংলাদেশের প্রতিটা নাগরিক এই স্থান প্রতাবর্তন করা উচিত অনেক জায়গায় যেতে পারছিনা।এটা খারাপ লাগা প্রকৃতির সাথে নিজের অস্তিত্বকে দেহকে রেখে প্রকৃতির সাথে মিলে যাওয়া, চমৎকার আবহাওয়া এখানে।কিন্তু সম্প্রতি কিছু বিশৃংখলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় স্থানীয় প্রশাসন। দীর্ঘদিন ধরে জেলায় পর্যটকদের আগমনে নিরুৎসাহিত করা হয় এ কারণে পাহাড়ের নৈশরিক সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হয়েছেন পর্যটকরা।পর্যটক কম থাকায় হোটেল-মোটেল ও রিসোর্ট মালিকদের পড়ছে ভাটা  আর অনেকগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments