শিরোনাম

খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর


আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় আপিল শুনানি শেষে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন আপিলের ওপর শুনানি শেষে রায় প্রদান শুরু হয়।রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েক জনকে খালাস দেয়া হয়েছে।বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তার এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।তবে তিনি জেল থেকে ছাড়া পান নি অন্যান্য মামলায় এখনো কারাগারে রয়েছেন।এর আগে বহুল আলোচিত এই মামলায় ডেড রেফারেন্স ও আপিলের ওপর গত ৬ নভেম্বর শুরু হয়।রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপন এরপর ওপেন করেন এরপর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয়পক্ষের শুনানি নিয়ে হাইকোর্টের রায় প্রদান করেছেন ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম থেকে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।পরবর্তীতে সেই মামলায় গ্রেফতার করা হয় সেই সময়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর’কে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments