সমালোচনার মুখে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। দুর্নীতি অর্থ আত্মসাৎ প্রাপ্ত তথ্য গোপনসহ অভিযোগ উঠেছে দেশটির অর্থনীতি ও নগর বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে।স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক এর লেখা চিঠির মাধ্যমে পদত্যাগ করেন তিনি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার পরিবারের সদস্যের বিরুদ্ধে ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তদন্ত করছে। এরই মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার তার পদত্যাগের দাবি তোলে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট।তারা যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও সম্মান রক্ষায় টিউলিপের পদত্যাগ দাবি করেন।এরপর পরই এক চিঠিতে পদত্যাগ করেন।প্রধানমন্ত্রী স্টারমার্ক তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।