শিরোনাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখির আগমন


প্রতিবছর শীত এলে অতিথি পাখির কলতানে মুখর হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।দিন রাত বিশ্ববিদ্যালয় লেকে দলবেঁধে চলে জল কেলি পাখির ডাকে মেতে থাকে পুরো কেম্পাস।এদিকে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগের খানিকটা কোলাহল মুক্ত পরিবেশ ও অভয়ারণ্য তৈরীর চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোয়াখালী।

 

শীত এলেই অতিথি পাখির ভিড় জমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছর হাজার মাইল পথ পাড়ি দিয়ে নিরাপদ আরণ্যের খোজে এভাবেই আশ্রয় নেয় অতিথি পাখির ঝাঁক,লেক জলাশয় সহ পুরো ক্যাম্পাস জুড়ে বসে পাখির মিলন মেল।এ সুন্দর্য উপভোগ করতে ভিড় জমায় শিক্ষার্থীরা পরিযায়ী পাখিদের নিরাপদ আবাসস্থল ঘুরতে প্রশাসনকে আরও পদক্ষেপ নেয়ার আহ্বান।

 

পাখিদের সুরক্ষায় দূষণমুক্ত পরিবেশ ও সচেতনতার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির আহ্বায়ক,ড.নাহিদা সুলতানা বলেন, তাদের জন্য আমরা তিনটা জায়গাকে অভয়ারণ্য হিসেবে সিলেক্ট করছি।পাখিদের বসবাস এবং তাদের জীবনযাত্রা নিশ্চিত করেছে তিনটা জায়গাকে আইডেন্টিফাই করা আছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোহাম্মদ ইসমাইল হোসেন,ক্যাম্পাসে পাখিদের নিরাপদ অভয়াশ্রম করতে সব ব্যবস্থা নেয়ার কথা জানান।তিনি বলেন,বিগত ১০ বছরে নির্জন পরিবেশ ছিল না।

 

নিরাপত্তা বিধানের জন্য ধান চাষের জন্য লিজ দেয়া হয়েছিল আমরা এ বছর লিস্ট ক্যানসেল করে দিয়ে পাখিদের অভয়ারণ্য করার জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছ।এ বছর বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ৩ হাজার পাখি এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments