শিরোনাম

নিক্সন চৌধুরী আটক


নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে।গত বছর শেখ হাসিনাকে দেখা গেছে নিক্সন চৌধুরীর বাসায় গিয়ে খোশগল্প করতে।যে ছবি নিক্সন চৌধুরী নিজেই তার ফেসবুকে পোস্ট করেন।তবে অনেকেই সে সময় ছবি পোস্টের বিষয়ে দেখেছেন ক্ষমতার দম্ভের প্রকাশ হিসেবে।কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখা গেছে লতায় পাতায় কোন রকমের শেখ পরিবারের কেউ হলেই তার ব্যতিক্রম ছিলেন না নিক্সন।

গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীসহ সাবেক সংসদ সদস্যরা ঐ সময়ের পর থেকে আত্মগোপনে রয়েছেন ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও আত্মগোপনে থাকার নিক্সন এর অবস্থান নিয়ে নির্ভরযোগ্য সূত্রে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না গেলেও নিয়মিতই খবরের শিরোনামে রয়েছেন তিনি প্রথমে গেল বছর ২৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

এরপর নিক্সন ও তার স্ত্রী তার ব্যাংক একাউন্টে ৩১৬২ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জানিয়েও এ বছরের ১০ জানুয়ারি প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমগুলো।
এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর ছড়িয়ে পড়ে ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে।এমন দাবির সঙ্গে তাদের নিক্সন চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়।সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানের চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন মুখে খোঁচা দাড়ি ও রয়েছে।
তবে ফরিদপুরের সাবেক এ সংসদ সদস্যকে গ্রেপ্তার তথ্যটি গুজব বলে জানিয়েছেন প্যাক প্রতিষ্ঠানঃ নিউমার্ক স্ক্যানার।প্রতিষ্ঠানটি জানিয়েছে নিক্সন চৌধুরীর ছবিটি এডিট করা।মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ইনসানুল আটকের ছবিতে কণ্ঠস্বর যুক্ত করা হয়েছে।নিক্সন চৌধুরী 2014 সালে ফরিদপুর ৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। এরপর বিগত তিনটি নির্বাচনেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহ’কে পরাজিত করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments