সাবেরা সুলতানা
সেই সব পুরানো দিন আজ মনের গহীনে কড়া নাড়ে
স্মৃতি গুলো বার বার হাত ছানি দিয়ে ডাকে
আজ বড্ড শূন্য শূন্য লাগে।
মেয়ে বলে কথা গুলো বেশীই মনে পড়ে
ছেলেরা একটু হলেও বাইরের ছোঁয়া পেতে পারে।
তখনকার দিনে প্রতিদিন বেড়াতে পারা
বন্ধু বান্ধবদের সাথে খুনসুটি আড্ডা
কলেজ ক্যাম্পাসে জমা স্মৃতি গুলো এখনো কথা বলে
গল্প, কবিতা, নাচ,গান, হৈ-হুল্লোড় কত কি।
এখন কোনো যেনো সব হারিয়ে গেছে
বিকেলে কপি সপে যাওয়া, ফুসকা খাওয়া
রাতে জমিয়ে আড্ডা, মার্কেট করা
কত রঙ তামাশা কোথায় হারিয়ে গেছে
কত স্বপ্ন বোনা
রেললাইনের মেঠো পথে হারিয়ে যাওয়া
আজ শুধু জানালা দিয়ে উঁকি মারি লুকিয়ে
জানি না এ দিন গুলো কত কাল দেখতে হবে জীবনের ঝুঁকি নিয়ে।
শুধু নতুন সকালের পানে চেয়ে থাকি মুক্ত বিলাসিতা
কবে হবে এই মহামারী সর্বশেষ
আমরা মুক্ত হবো, দেশটা হবে নিখুঁত বাংলাদেশ।
—————০——– ——-