সাবেরা সুলতানা
অন্যায় দেখে না দেখার ভান করে এমন মানুষের বাস সমাজে, শত শত মানুষের চাষ করে,,
আসলে কি গরুর মতো কোনো সময় খেয়েছিল ঘাস,
তাই তো মনে হচ্ছে বিনা দোষী হয়ে অনেকেই খায় ফাঁস,
এমন করে চললে মানুষের মনে বাঁধবে অন্যায়ের বীচের বাঁশ
কবে হবে বিবেক বুদ্ধির সঠিক বিকাশ,
কতকাল আর চলবে এমন আবাস,
বিপদে পড়লে দেখার মানুষ দেখছি অনেক, প্রতিবাদ করার মানুষ নেই যে সমাজে,
মুখ বুঝে সহ্য করে অনেকে,,
এ জন্যে সমাজে বেড়ে যায় অন্যায়, মিথ্যে, অপরাধে।
——————০———– ——