সাবেরা সুলতানা
নানান বাঁধ বিদগ্ধতার মাঝে নারী নিরবতার চাহনি,
ক্ষীণ,তীক্ত আমি নানান কথা পরীক্ষীত সরলতার পানে সিক্ত ,
নারীর সইবার মহত্ত্ব, একদিন বুঝবে নারী কতটা অমরত্ব।
গভীরের গভীরত্ব বুঝিবে না সেই আগন্তুুক।
কহিবে না নারী মনের ক্ষত,বিক্ষত কাঙ্গালের মতো।
কত শত কথার নীড়ে নীরবতা একমাত্র পারে নতুনত্ব সৃষ্টি করে,
স্বয়ংসম্পূর্ন খোঁজে বাস্তব এই জগতে,
বুঝে ও না বুঝার ভান করে,
সত্য সুন্দর অতি কথ্যরূপ
কাব্য,কবিতার মাঝে সঠিক ছন্দ বিলাসে
নারী খোঁজে সবার লাগি সুখ সমাহার,
নিত্যতার মাঝে তিক্ত হয়ে খুঁজে চলে
অবিরাম নতুন দিনের সন্ন্যাসী।
নারী মানে ভোগ বিলাসী বিলীন একমাত্র আত্মত্যাগী সম্মানী খেতাব।
কেহ কেহ বলে,নারী তো থাকবে না কোনো ক্ষত,
পূণ্যতায় থাকবে জর্জরিত
নিখুঁত হবে তার বিচারন ভক্তি।
থাকবে শুধু সাবলীল আচরণ,
যতই করি তাকে নিয়ে ছলনার ধ্বনি
সে তো থাকবে শুধু ঘরের ললনা গুণবতী তন্বী।
—————-০——- ——–