সাবেরা সুলতানা
অপরূপ লাবণ্যের গ্রাম্য সমাজ
নাই কোনো ধরা বাধা নিয়ম,
নাই ঝনঝট, খুনসুটি আড্ডা ভরে মজে তারা,
রাত-দিন ভোর করে আলোড়ন,
বসন্তের সেই কোকিলের ডাক, অজানা স্বপ্নে উড়ে সারারাত।
শহুরে জীবনে তিক্ত, পচিত, রুক্ষমেজাজী,
নাই নিমল প্রকৃতি, নাই ভাব,নাই মুগ্ধতার কথপোকথন,
শুধু বিলাসিতা, বিলাসিতা, নাই মধুময় প্রেমের ছন্দ কাহিনি,
ক্ষণে ক্ষণে মনে হয় অগ্নির দহন-এ জ্বলবো কি সারাক্ষণ?
না না না আমি চাই না শহুরের জীবন,
আমি চাই গ্রামের সবুজ মাটির মধু মাখা রস,
অবুঝ মানুষের কথা।
আর নতুন নতুন আগাছা, ফুল যার রূপের মুগ্ধতায় ভরে সমুদ্রুর।
ভরিয়ে দেয়, ভরিয়ে দেয় কলকাকলী ভরা গ্রামখানা,
তাই তো নাচি প্রাণখুলা।
——————–০—————–