শিরোনাম

ইউপি নারী সদস্য কে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান


গত ২ জানুয়ারি ২০২৫,সামাজিক প্রতিরোধ কমিটির(৬৬ টি নারী,মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম)পক্ষ থেকে ও বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গণধর্ষণ ও ধর্ষণের পরে মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় মৃত্যুবরণকারী নড়াইল জেলার সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের(সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডের মহিলা সদস্য)ইউপি নারী সদস্য-এর বাড়ি পরিদর্শন করেন।এসময় প্রতিনিধি দল নড়াইল জেলার জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেন এবং এ ঘটনার দ্রুত,সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তি নিশ্চিতকরণ এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়ে সামাজিক প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেন।এ প্রেক্ষিতে জেলা প্রশাসক ভিকটিমের পরিবারকে ন্যায় বিচার পেতে  সকল রকম ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

পরবর্তীতে প্রতিনিধি দল নড়াইল জেলা সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সাথে সাক্ষাৎ কালে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।তিনি এসময় অত্যন্ত নিন্দনীয় ও বর্বরজনক এই হত্যাকান্ডের বিষয়ে আইনী প্রক্রিয়ায় তদন্ত সহ যে কাজগুলো করা হচ্ছে তা নিরপেক্ষ এবং আন্তরিকতার সাথে করা হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।এরপর প্রতিনিধিদল মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান(সফুরা খাতুন)এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং তাদের সাথে কথা বলেন।পরে তাদের সাথে নির্যাতনের শিকার নারী ইউপি সদস্যের বাড়িতে যান এবং তার স্বামী ও ছেলে,ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে তাদের যথাযথ আইনী সহায়তা প্রদানের আশ্বাস দেন।এই সময় নড়াইল নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক প্রতিরোধ কমিটির এই প্রতিনিধি দলে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ হতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি,কেন্দ্রীয় কমিটি সদস্য হাবিবা শেফা,কেন্দ্রীয় এডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী,অ্যাসিসট্যান্ট ডিরেক্টর(লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি)ফাতেমা খাতুন,লিগ্যাল এইড অফিসার সৌমিক শরীফ,অ্যাকশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান সিদ্দিকি,উই ক্যান বাংলাদেশের কো-অর্ডিনেটর মারুফিয়া নুর এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments