সাবেরা সুলতানা
মানুষ আমরা দুনিয়ার সেরা
ভেদাভেদ হানাহানি না করে
আসল,নকল হিসাব করি পরে,
ভেদাভেদ দূর করি আগে,
গরীব, দুঃখী বিত্তবান
মাটির নিচে সবারই স্থান,
এ বিশ্বাসটা সবার মাঝে বহমান,
এই জগতে কে করিবে কত সংগ্রাম
মানুষ আমরা দুনিয়ার সেরা।
সচেতনতাই একমাত্র পারে শক্তির উদয় বলিয়ান
কে হানিবে আঘাত এই মানবের পরে
মহামারীর প্রাণ যাবে
লড়াই মোদের সম্বল,
এই পথ ধরে চলি মোরা
একটু খানি মায়ার ডোরে
করোনাকে ঘৃর্ণা করে।
শপথ করছি দুই হাত তুলে
সচেতনতা একমাত্র পারে
নিয়তির নিমিত্তের পরে।
স্রষ্টার কাছে পন করিব
সবাই দু হাত তুলে।
——————০—————–