হেমন্ত এসে গেছে, মাঠে পড়ে শিউলির ঘ্রাণ,
শীতের হাওয়া ছুঁয়ে যায় গাঁয়ের প্রতিটা প্রাণ।
ধানের খেতে সোনার রোদে ঝলমলে দিন,
পাখির ডাকে মুগ্ধ হয়ে বাজে সুরের বীন।
কুয়াশার চাদর মুড়ি দিয়ে ভোরের আলো ফোটে,
পল্লী গাঁয়ের ধুলোমাখা পথ সাজে মিষ্টি রঙে।
পাকা ধানের গন্ধ ভাসে বাতাসের আনমনে,
হেমন্ত এল যেন রূপকথার এক স্বপ্নজগতে।
গ্রামের বধূ গাঁদা ফুলে তোলে আঙিনার সাজ,
ছেলেমেয়ে দৌড়ে চলে ঘাসের নরম মাঝ।
আঁকা-বাঁকা পথের ধারে বাঁশি বাজে কানে,
হেমন্ত গান শোনায় প্রাণের প্রতিটা কোণে।
আকাশ জুড়ে পাখির মেলা, মেঘের খেলা থেমে,
প্রকৃতি ঢাকে নিজেকে শীতের আগমনে।
হেমন্ত তুমি নিয়ে এলে জীবনের এক গান,
তোমার ছোঁয়ায় ভরে উঠুক প্রতিটি মানুষের প্রাণ।