শিশির ভেজা ফুল মানেই অন্য রকম সৌন্দর্য,
যেন ভোরের হাসি ফোটে তুষারের আঁধারে।
তারা জাগে নীরবে, ক্ষণিকের রূপে—
একটি বিন্দু, এক আকাশের কাব্য করে।
শিশির বিন্দু ঝরে যায় নীরবে ধীরে,
তবু রেখে যায় স্মৃতি ফুলের গায়ে ঘিরে।
তার স্নিগ্ধ ছোঁয়া যেন প্রাণে দেয় ছন্দ,
জাগায় হৃদয়ে এক নতুন আনন্দ।
শীতের সকালের সে নরম কোমলতা,
শিশিরের মাঝে লুকায় প্রকৃতির মমতা।
যেন ফুলটি বলে, “আমার রূপ ক্ষণস্থায়ী,
তবু প্রতিটি ক্ষণেই আমি অপরূপ স্নিগ্ধময়।”
তাই শিশির ভেজা ফুল মানে এক কবিতা,
নীরব প্রকৃতির ভাষা, হৃদয়ের ইচ্ছা।
সে সৌন্দর্য দেখে যেন প্রাণ পায় নতুন গান,
জীবনের ক্ষণস্থায়ীতায় খুঁজে পায় অমর বান।