শিরোনাম

চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে সমকাল প্রতিনিধি নোমান সিকদারকে সভাপতি ও ডেইলি মেসেঞ্জার প্রতিনিধি মো: সাইফুল ইসলাম (মুকুল) কে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের কন্ঠভোটের মধ্যে দিয়ে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়। চরফ্যাশন প্রেসক্লাব’র সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজী’র সঞ্চালনা আয়োজিত সভায় চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এর সভাপতিত্বে উপদেষ্টারা আয়োজিত সভায় বক্তব্য রাখেন।

কার্যকরি কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল (আমাদের বরিশাল), নাদিম হোসেন খান (ভোরের ডাক), নুরুল্লাহ ভূইয়া (আমার সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ), শাহাবুদ্দিন হাওলাদার (মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (রূপালী বাংলাদেশ), কোষাধ্যক্ষ রুবেল আশরাফুল (খোলা কাগজ), সাহিত্য সম্পাদক এম. নোমান চৌধুরী (আজকের বার্তা), দপ্তর সম্পাদক মামুন হোসাইন (আজকের দর্পণ ), প্রচার সম্পাদক ইসরাফিল নাঈম (প্রতিদিনের সংবাদ), সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হান্নান (এশিয়ান টিভি), ধর্ম সম্পাদক মাও: খোরশেদ আলম (আমার সংবাদ), সদস্য সেলিম রানা (আমার সংবাদ), শামীম খান (ভোলার বাণী), নুর উল্লাহ আরিফ (বাংলাদেশ বাণী), আরিফুর রহমান রাসেল (বাংলাদেশের খবর), মাঈনুদ্দিন রাশেদ (বরিশালের আজকাল), মোকতার হোসেন জমাদার (ভোরের আলো), নির্বাহী সদস্য পদে আমির হোসেন (যুগান্তর), জামাল মোল্লা (সংবাদ), মাইনুদ্দিন জমাদার (কালবেলা), রিয়াজ মোর্শেদ (আজকের রূপান্তর) ও আকতারুজ্জামান সুজন (আলোকিত সকাল)।

উপদেষ্টা পরিষদে রয়েছেন, প্রধান উপদেষ্টা জুলফিকার মাহামুদ নিয়াজ (নির্বাহী সম্পাদক, আজকের রূপান্তর), উপদেষ্টা কামাল গোলদার (ইনকিলাব), কামাল হোসেন মিয়াজী (দিনকাল), আবু সিদ্দিক (বাংলাদেশ প্রতিদিন) ও সজিব শাহরিয়ার (স্বদেশ প্রতিদিন)।

এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চরফ্যাশনে কর্মরত সাংবাদিক ও সুশিল সামাজের ব্যাক্তিবর্গরা।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments