সাবেরা সুলতানা
পরিস্থিতি বাস্তবতা কঠিন বিষয়।
মেনে নেওয়া কঠিন হলেও নিতে হয়,
সবচেয়ে জরুরি ভেঙে পড়া নয়,
এতে হারিয়ে যাওয়ার ভয়।
ভয়াবহ সময় পার করতে মনের থাকবে না সংকোচন ঝনঝট,
শক্তি নিয়ে বুকে জয়ী হওয়া যায় নিশ্চয় ই।
নিদারুন নির্মমতায় কারণ হলেই ধ্বংস অনিবার্য,
শক্ত হতে নয়তো অস্ত্র নয়তো সংঘাত,
মনের উপরের কারো জোর চলবে না তো পর্যাপ্ত,
অর্থ, সম্পদ সবই থাকে।
পরিস্থিতি বাস্তব মেনে নিতে হবেই।
সঠিক মনে সঠিক উপায় আছে, নিজের বুদ্ধি চালিয়ে
নিয়ন্ত্রণে আনা যাবে সহজে।
বুদ্ধি বিবেক দিয়ে চললেই চলবে সবই।
কার্য সিদ্ধি করা একমাত্র লক্ষ্যই,
নিজের ওপর নিয়ন্ত্রণ আর ভরসা এটাই পারে
সঠিক পন্থা দিতে।
—————০—————-