কবি
শীতের কুয়াশায় মোড়া ভোর,
সূর্য ওঠে ধীরে ধীরে, স্নিগ্ধ ঠোঁটের পর।
নরম রোদের আলতো ছোঁয়া,
পাখিরা গায় মিঠে সুরের দোলা।
গায়ে মোটা চাদর জড়িয়ে,
খেজুর রসের ঘ্রাণে মন মেতে।
হিমেল বাতাস বলে যায় কথা,
তোমার সঙ্গেও যেন মিলে যায় পথটা।
মাটির চুলায় ভাঁপা পিঠার গন্ধ,
দূরের বাঁশিতে বেজে উঠে ছন্দ।
বসন্তের অপেক্ষা শীতের মেলায়,
জীবন যেন হাসে নিঃশব্দ খেলার ছলে।
এই সকাল, যেন একটি কবিতা,
নীরবতায় মিশে যায় মধুর গাথা।
প্রকৃতি আঁকে স্নেহের ছবি,
শীতের সকাল, মায়াময় ধরণীর রবি।