কবি
নিঃশব্দ রাতে প্রকৃতির আঙিনায়,
শিশির ফোঁটা ঝরে পড়ে নরম ঘাসে।
মৃদু চাঁদের আলোয়, তার শীতল শরীর
মুক্তোর মতো ঝলমল করে নিস্তব্ধ সকালে।
প্রকৃতির আঁকা যেন এক অপূর্ব কারুকাজ,
যেখানে প্রতিটি ফোঁটায় লুকিয়ে সৃষ্টির লাজ।
কখনো ফুলের পাপড়িতে স্নিগ্ধ অলঙ্কার,
কখনো পাতার কোণে শুভ্রতার উৎসার।
সূর্যের প্রথম আলো ছুঁলে তার দেহ,
বর্ণিল এক জ্যোতি ছড়িয়ে দেয় পথ বেয়ে।
মুগ্ধ হয়ে দাঁড়াই আমি এই মায়ার কাছে,
প্রকৃতির ভাষায় যেন জীবনের কাব্য লেখা আছে।
শিশির বিন্দু জানে হারিয়ে যাবে সে,
তবু তার ক্ষণিক সৌন্দর্যে হৃদয় ভরে।
প্রকৃতির মমতা, তার নিঃশব্দ গান,
শিশিরের ভাঁজে লুকিয়ে চিরকাল অম্লান।