কবি
এক অদ্ভুত মায়ায় মোড়া,
কুয়াশার চাদরে জড়ানো তার সজল ঘেরা।
পথগুলো নীরব, বাতাসে চাপা কান্নার সুর,
অপূর্ণতার গল্পে লুকিয়ে ব্যথার গহ্বর।
জানালার কাচে জমে থাকা শীতল স্বপ্ন,
তোমার ছোঁয়া যেন সেখানে আঁকে স্পন্দন।
কুয়াশার ভেতরে হারানো হাসির মতো,
তুমি আছো কোথাও, নীরব এক মধুর নোট।
শীতল রাতের তারা, চোখের জল হয়ে ঝরে,
তোমার স্মৃতি যেন ব্যথা মুছে আলোর গহনে ভরে।
শহরটা জানে, গল্পগুলো অসম্পূর্ণ থাকবেই,
তবু তোমার ছোঁয়া যেন সময়ের মাঝে অমলিন রয়।