সাবেরা সুলতানা
মেঘলা আকাশ, মেঘলা মন
বৃষ্টি হচ্ছে সারাক্ষণ
পুকুর ভরা পদ্ম ফুল।
নদীর পাড়ে সবুজ ঘাস
তাই দেখে যে মনটা করে উদাস উদাস
নিজের মতো করে আমি থাকি বারোমাস
অন্যের কথা চিন্তা করতে করি না, সময়ের সর্বনাশ
একটু তেই আনন্দ পাই,সুখ বিলাই কথার ছলে বলে,
দুঃখ আমার নেই তো ক্ষণে ক্ষণে
স্বপ্ন সাজে মনের কোনে
রং ছড়াই, রং ছড়াই প্রাণে প্রাণে,
ভালো লাগে থাকতে প্রকৃতির পানে
তাই তো ছবি তুলি গাছগাছালির আবরণে।