বছরখানেক আগে মদকান্ডে নিষিদ্ধ হয়েছিলেন আলোচিত তরুণ ফুটবলার শেখ মোরসালিন।এবা তিনি জড়িয়ে পড়লেন নারী বিষয়ক কেলেঙ্কারিতে।সেঁজুতি বিনতে রহমান নামের এক তরুণী নিজেকে মোরসালিনের স্ত্রী দাবি করে নানা অভিযোগ তুলছেন।
এবার জানা গেল সেঁজুতি সত্যিই মুরসালিনের স্ত্রী।তাদের বিয়ের কথা মোরসালিন এর পরিবার ও জানতো না।
সম্প্রতি মোরসালিন এর সঙ্গে বিয়ের অভিযোগ আনেন সেঁজুতি।তিনি বলেন,মুরসালিন আমার কনসেন্ট না নিয়ে আমার ভিডিও করছে মানুষকে দিয়েছে।আমি চুপ ছিলাম।আমি মুখ খুললে নাকি তার কাছে এমন কিছু আছে যা আমি মুখ দেখাতে পারবোনা এরপর একাধিক পোস্টে তিনি হুমকি পাওয়ার কথাও জানান।
সেজুতির সেই পোস্টগুলো তার ফেসবুক প্রোফাইলে এই যাচ্ছে না। তবে স্ক্রিনশট ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে এবার মুখ খুলছেন মোনালিসার মা শেফালী বেগম। তিনি বলছেন,মুরসালিন তার কাছে বিয়ের কথা স্বীকার করছেন তবে মোরসালিন এর দাবি ফাঁসানো হয়েছে।এরপর জোর করে ধরে বিয়ে দেওয়া হয়েছে।
শেফালি বেগম দাবি করেন,মাস দেড়েক আগে সেজুতি মোরসালিনের বিয়ে হয়। বিষয়টি তিনিই পড়ে জানতে পেরে মুরসালিন সাথে রাগারাগি করেন।যদিও বয়সে মুসালির চেয়ে বড় বলেও তিনি জানান, দাবি তারা সৎ ভাবে বাঁচতে চান কিন্তু পেছনে লেগে গেছে ফুটবল খেলে পয়সা উপার্জন করেছে যা অনেকের চক্ষুশূল।তবে মোরসালিনের বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিনি এড়িয়ে যান।