বাংলা আমার মাতৃভূমি, সবুজ শ্যামল দেশের গান,
সোনার ফসলে ভরা মাঠে, জ্বলছে প্রাণের অগ্নিবাণ।
পদ্মা, মেঘনা, যমুনা যেন মায়ের আঁচল খোলা,
বাংলার মাটি দেবে মোদের শত যন্ত্রণা ভোলা।
নদীর কূলে জেলের জালে ভোরের সূর্য ওঠে,
ধানের খেতে কৃষকের গান হাওয়ায় মিষ্টি ছোটে।
বনের মাঝে বাঘের গর্জন, গ্রামে পাখির ডাকা,
বাংলাদেশের প্রতিটি কোণে খুঁজে পাই সুখের আঁকা।
মুক্তিযুদ্ধের রক্ত মাখা এ মাটি আজও বলে,
আমরা হবো মাথা উঁচু, পৃথিবীর গর্বের দলে।
সবুজ আর লালের পতাকা আকাশে উড়ে জানায়,
বাংলাদেশের গৌরবের কথা হৃদয় জুড়ে বাসায়।
তোমার গানে, তোমার প্রাণে, আমি বাঁচতে চাই,
বাংলাদেশ, আমার আশা, তুমি আমার ঠাঁই।