শিরোনাম

পুলিশের উপর হামলা ইসলামী বক্তা তাহেরির বিরুদ্ধে মামলা 


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির একটি ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে পুলিশের উপর হামলার অভিযোগ উঠছে।এ ঘটনায় তাহেরিকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা করে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যপ রয়েছেন নিলাখাদ গ্রামের হানিফ মিয়া (৬০) মোগড়ার গোলামসানদানী শিবলী (৫০) এবং একেই এলাকার রিমন মিয়া (২১)।শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে আখাউড়া নিলাখাদ গ্রামের ধবু মিয়ার বাড়ির সামনে একটি জমিতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়,কোনো অনুমতি ছাড়াই এ মাহফিলের আয়োজন করা হয়েছিল।সেখানে বক্তা মুফতি তহেরি জনতাকে উস্কানিমূলক বক্তব্য দেন যা পরিস্থিতিকে উত্তপ্ত করে।

খবর পেয়ে মুগদা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই আবির আহমেদ এবং এসআই মোঃ বাবুল মিয়া পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।পুলিশ পৌঁছানোর পর তাহরীর মঞ্চ থেকে বলেন মাহফিলে বারবার পুলিশে বাধা আসে এবার রুখে দাঁড়াতে হবে সুন্নি জনতা কাউকে ছাড় দেবে না।

তার বক্তব্যের পরেই উত্তেজিত জনতা লাঠি ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়।এসআই বাবুল আহত হন এবং তাকে চিকিৎসা নিতে হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন,তাহেরীর বক্তব্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান,অনুমতি ছাড়া মাফিল আয়োজন এবং জননেতাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া আইন-শৃঙ্খলার জন্য বড় হুমকি। আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের জন্য সমালোচনার মুখে পড়েছেন।তবে এই ঘটনায় তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়রা দুই ভাগে বিভক্ত একদল তাহেরীর বক্তব্যকে সমর্থন করেছেন,অন্য দল তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়ার পক্ষে। পুলিশের অভিযান অব্যাহত থাকায় এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments