শিরোনাম

থমথমে ধানমন্ডি শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা আটক


রাজধানীর ধানমন্ডি ৩২ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ।এ সময় তার সঙ্গে থাকা আরও এক নারীকে আটক করা হয়েছে।জানা যায় শনিবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে পরিবেশ করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে গিয়ে গত২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি)কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ।

ঐ দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন,আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা।আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসি এসেছি।কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে উনাকে তাকে সম্মান জানাতে এসেছি।

টিএসসিতে ঐদিন হেনস্তার শিকারও হয়েছিলেন মিষ্টি সুভাষ।সেদিন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন এ অভিনেত্রী। 

এদিকে আজ আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠন ধানমন্ডি ৩২ নম্বরে আসতে পারেন এমন আশঙ্কা থেকে সেখানে ভোর থেকেই অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সেখানে থাকা আসাদুজ্জামান নামে এক ব্যক্তি জানান,মিষ্টি সুভাষকে তারা আগে থেকেই চেনেন।

অভিনেত্রী আওয়ামী লীগের আরেক কর্মীকে সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অণুপ্রবেশের চেষ্টা করলে জনতা তাদের চিনতে পারে এবং আটক করে পুলিশে দেয়। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments