শিরোনাম

ভারতের সঙ্গে আওয়ামী লীগের নতজানু সম্পর্ক হাসিনার পতনেই শেষ


ভারতের সঙ্গে আওয়ামী লীগের নতজানু  সম্পর্ক হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই শেষ মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার(৭ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট তিনি এ কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ লিখছেন, বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটর অধিকার হরণ করা হয়েছে। অগণতান্ত্রিক  উপায়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। সেই সময়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এ বিষয়ে নীরব ছিল। বরং তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন এবং মদদ দিয়েছে। 

অথচ, যখন একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে সারাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হয়েছে, ভারত আমাদের দেশ ও জনগণের বিষয়ে অযাচিত হস্তক্ষেপ শুরু করেছে।বিদ্যমান অন্তবর্তীনকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

ভারতের এই দ্বিচারিতা এবং স্বার্থান্বেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরো লিখছেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে আওয়ামী লীগের নতজানু সম্পর্ক হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, এবং চোখে চোখ রেখে। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments