শিরোনাম

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব চুক্তি বাতিল করতে হবে


বাংলাদেশের মানুষ যাতে ভালো না থাকে সেজন্য ভারত বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কুষ্টিয়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এসব চলতে থাকলে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে করিডোর নিয়ে করা সড়ক দিয়ে ভারতীয় গাড়ি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে সদর উপজেলা বিএনপির দিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেএই হুঁশিয়ারি দেন সেলিম ভূঁইয়া।

বিএনপি’র এই নেতা বলেন ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে কলি রোড নিয়ে যে সড়ক করা হয়েছে তা দিয়ে ভারতীয় গাড়ি চলতে দেওয়া হবে না বিগত ১৫ বছরে ভারতের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সকল চুক্তি বাতিল করার দাবি জানাচ্ছি কারণ দেশের মানুষ ভারতের প্রভূক্ত মেনে নেবে না। 

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন বিগত ১৬ বছর ভারত বাংলাদেশকে শোষণ করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বিকৃত ভুল ইতিহাস শিক্ষা দিয়েছে। 

বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরো বলেন, বিগত বছর গুলোতে ভোট দিতে পারেননি। তবে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার সুফল আনতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন।কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকে ষড়যন্ত্রে ব্যস্ত তারা। অন্তবর্তীনকালীন সরকারের কুপরামর্শ দিয়ে সংস্কারের নামে নির্বাচনের বিলম্ব করে। দেশকে অন্যদিকে নিয়ে যেতে চায় কিন্তু বিএনপি এই ষড়যন্ত্র হতে দেবে না। 

সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী লিটনের সভাপতিতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহমুদ শ্যামল। বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোঃ শামীম, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। 

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে ভোটে ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে এডভোকেট তরিকুল ইসলাম খান র রুমা ও মোহাম্মদ আলমগীর হোসেন রুমা পেয়েছেন ৪০৪ ভোট ও এই সম্মেলনে সদর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কর্মীরা উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে অংশ নেন। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments