শিরোনাম

যৌনদৃশ্যে আপত্তি, ইমরান হাশমিকে না করলেন কোয়েল 


বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা ইমরান হাশমি।পর্দায় তার উপস্থিত মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন।পর্দায়  অন্তরঙ্গতা যতই থাকুক না কেন,তার সিনেমা মানেই হিট গান।মুখিয়ে থাকেন তার সঙ্গে পর্দা শেয়ার করার জন্য আবার কেউবা মুখ ফিরিয়ে নেন।তারই এক সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক।তিনি এই প্রস্তাব পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল গ্যাংস্টার,সেসময় অন্যতম হিট সিনেমা।এই ছবিতে ইমরানের বিপরীতে বলিউডে অভিষেক ঘটে কঙ্গনা রানাউতের।সে সময় তুমুল ভাইরাল হয়েছিল অভিনেত্রী সেই বোল্ড লুক। অনেকেই হয়তো জানেন না, সেই চরিত্র অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের।কঙ্গনার আগেই এই সিনেমার প্রস্তাব সবার আগে গিয়েছিল কোয়েলের কাছে। মুহূর্তই না করে দেন অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন।

কোয়েল মল্লিক প্রথম থেকেই কাজের বিষয় সচেতন তাই এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পর্দায় প্রথম দেখা কঙ্গনা রানাউতের কে অভিনয় রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিল নারী চরিত্রের জন্য তিনি নিয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments