সম্প্রতি বাংলাদেশী নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা।ফলে তাদের ব্যবসা শূন্যের কোটায় নেমে আসে।এবার ব্যবসা বন্ধের শঙ্কায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তারা।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ)নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে।
জানা গেছে ভারতের ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরার ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি ওর্যটকরা। এমনিতেই ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশী পর্যটক আসার সংখ্যা তলানিতে নেমেছে।মেডিকেলসহ অন্যান্য ভিসায় যারা ত্রিপুরায় আচ্ছিলেন এটিএইচআর ওএ-এর নিষেধাজ্ঞার ফলে ফলে তারাও আসা বন্ধ করে দিয়েছেন।এতে ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।
হোটেলের নাম প্রকাশ না করা শর্তে অমিত দে নামের এক হোটেল কর্মকর্তা বলেন, আমাদের হোটেল মালিক সেপ্টেম্বর মাস থেকে আমাদের বেতন দিতে পারেন না।আগে হোটেলে পর্যটক জায়গা দিতে পারতাম না এখন সপ্তাহের দুই একজনও পাওয়া যায় না। সিংহভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে আমাদের মতো সিংহভাগ হোটেল এই বন্ধ।এটিএইচআরওএ ভুল সিদ্ধান্ত থেকে সরে আসায় আমরা খুশি। আশা করি খুব দ্রুত দুদেশের সবকিছু আগের মত হয়ে যাবে।