শিরোনাম

বিসিএসের মৌখিক পরীক্ষায় একশ’ নম্বরের।।আবেদন ফি দুশ টাকা’


বিসিএস পরীক্ষায় আবেদন ফি ৭০০ টাকা থেকে ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। একসঙ্গে বিসিএসসহ সব চাকরির আবেদন ফি

সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফি’র  বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না। সিনিয়র সচিব বলেন, সরকারি আধা সরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানের আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস পরীক্ষা ২০০ নম্বরে জায়গায় ১০০ নম্বর অনুষ্ঠিত হবে।এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে বিসিএস পরীক্ষাযর আবেদন ফি ও মৌখিক পরীক্ষায় নম্বর কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি।

জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো ওই প্রস্তাবের আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছিল।আর মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করে প্রতিষ্ঠানটি। এবার প্রস্তাবে চেয়ে ও আরো কমে ২০০টাকায় আবেদনের সুযোগ পাচ্ছে পরীক্ষার্থীরা।মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭ তম বিসিএস থেকে পরীক্ষার ফি এবং ৪৪তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার বিষয়টি কার্যকর হতে পারে। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments