শিরোনাম

সরকার কোন গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না ডক্টর ইউনুস


কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হবে না এটাই সরকারের নীতি বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস।মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিহতদের রাষ্ট্রীয় খেতাব,আহতদের সুচিকিচিকিৎসা সর্বোচ্চ অগ্রাধিকার এবং জুলাই গণহত্যায় জড়িতদের  সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের উপর জোর দেন। এছাড়াও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এ সময়ে প্রধান উপদেষ্টা বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে তারা সরকারের বিরুদ্ধে সরব এটা ঠিক। সরকারের নিজের কোনো পত্রিকা নেই। আছে শুধু প্রেস উইং। তারা পত্রিকায় প্রেস রিলিজ পাঠায়। কেউ ছাপে,ছাপে না কিংবা তাদের মনমতো শেষ পাতায় বা কোণায় ছোট করে দেয়। প্রেস উইং ওদের মতো করে চেষ্টা করছে, কাজ করছে।

ডক্টর ইউনুস বলেন, সরকার কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না।সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে এটাই আমাদের নীতি থাকবে।আমরা এই নীতিতে থাকবো। আমি বুঝতে পারছি তোমরা কিছুটা মনঃক্ষুণ্ণ।এটা আসলে কিছুটা মন খারাপ হওয়ার মতই যে সরকারের কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

শিক্ষার্থীরা রাষ্ট্রের অভিভাবক জানিয়ে ডক্টর ইউনুস বলেন, তোমাদের কারণেই রাষ্ট্র। এই ভূমিকা ভুলে যেও না।নিজেদের ভূমিকা ভুলে যেও না। অনেকে এখানে আছে অনেকেই নেই যারা নেই তারাও রাষ্ট্রের অভিভাবক।তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে,যেন বিচ্যুত না হয়।এইটুকু মনে রাখলে রাষ্ট্র ঠিক থাকবে নিজের অভিভাবকত্ব ভুলে যেও না।

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে শিক্ষার্থীদের পরামর্শকে  স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য ঠিক থাকতে হবে। সিন্ডিকেট নাকি কী এই ধরনের ব্যাখ্যা আমরা চাই না। কতগুলো লোক বাজারমূল্য কবজা করে থাকবে সেটা হতে পারে না। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য ঠিক রাখার। আমরা দ্রব্যমূল্য স্টেবল রাখতে চাই। রমজান ও দ্রব্যমূল্য স্টবল রাখার ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ। হঠাৎ করে যেন কোনো পরিস্থিতি না হয়।

স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শ প্রদান উপদেষ্টা বলেন স্থানীয় সরকার কোন কমিশন আছে তারা পরামর্শ দেবে আমরা কাজ করবো আমরা চাই স্থানীয় সরকারের কাছে ক্ষমতাস ছেড়ে ইস উচ্চ পর্যায়ে থাকবে দুর্নীতিগ্রস্ত সিস্টেম একবার দিলে কারা জেন খেয়ে ফেলে সেজন্য সুশৃঙ্খলভাবে সঠিক ব্যবস্থা নিতে হবে। যেন স্থায়ী হয়।

ভাইয়ের শহীদদের রাষ্ট্রীয় সম্মান ও খেতাবের বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শে প্রধান উপদেষ্টা বলেন আমরা এটা নিয়ে কাজ করছি জুলাই যারা শহীদ হয়েছে তাদের অবদান আমরা ভুলবো না তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। 

শিক্ষা ক্ষেত্রে সংস্কার প্রয়োজন শিক্ষার্থীদের এমন পরামর্শে বলেন শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে যেন বাংলাদেশে কেউ শিক্ষিত না হয় উঠতে পারে দক্ষ হয়ে দক্ষ হয়ে উঠতে না পারে সেজন্য পরিকল্পিতভাবে এটা হয়েছে বেকারত্ব তৈরি করা হয়েছে উদ্যগতদের জন্য উৎসাহ ব্য এটা আমাদের ঠিক করতে হবে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। 

পাবলিক বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করার পরামর্শ ড.ইউনুস বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি হই। আমাদের অর্থনীতি বিভাগের নারী শিক্ষার্থী ছিল মাত্র চার জন। তোমরা বলছো এখন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা প্রায় ৫২ শতাংশ এটি অত্যন্ত আনন্দের কথা। বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক বলায়ের মধ্যে আগে সিট বন্টন হতো সেই দাস প্রথা এখন ভেঙে গেছে। শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না।

প্রধান উপদেষ্টা বলেন, পুরো সিস্টেমটাই ধ্বংস করে দিয়ে গেছে চারদিকে চুরি সামারি ব্যাংক অর্থনৈতিক শ্বেতপত্র দিয়ে আমি বলছি এটা একটা ঐতিহাসিক দলিল। আমি মনে করি এটা প্রতিটি বিশ্ববিদ্যালয় পড়ানো উচিত। দেশের অর্থনৈতিক ধ্বংসস্তুপে পরিণত করার দায় আওয়ামী লীগের। তবে যারা উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে তাদেরও ধরতে হবে। যে ধ্বংসস্তূপ রেখে গেছে সেখান থেকে বের হওয়া কঠিন। যেইদিকে হাত দিয়ে সেই দিকেই ভাঙ্গাচোরা। এই ভাঙ্গাচুরা পরিষ্কার করেই যাচ্ছি। কাজ শুরু করতে গিয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

শিক্ষার্থীরা অন্তবর্তী কালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা কে সংস্কারকাজে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।  তারা জানান দেশের মানুষ সরকারের পাশে আছে।

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, দেশের মানুষ ছাত্রদের ওপর ভরসা করে।এই বিশ্বাস ধরে রেখো। হাত ছাড়া করো না। আশাহত হবে না। অসম্ভবকে সম্ভব করেছ দেশ বদলে দিয়েছো। তোমরাই পারবে।মানুষের আশা তোমাদের পূরণ করতে হবে। 

  অন্তত সে পথে তোমাদের অগ্রসর হতে হবে। এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে। তোমরা বারবার আমাদের কে মনে করিয়ে দেবে যেন আমরাও সতর্ক হই, সজাগ হই। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments