শিরোনাম

সৌদি আরবে ১৯ হাজার প্রবাসী গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক : প্রতি সপ্তাহেই সৌদি আরবে বিভিন্ন আইনে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা। গত সপ্তাহেও এর ব্যতিক্রম  হয়নি।আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায় এই এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন। 

গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানা যায়।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছেন, গত ২১ নভেম্বর থেকে এদের গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ২৬৮ জনকে আবাসন আইন ভঙ্গ ৪  হাজার ৭৭৩ জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং ২ হাজার ৯৮৩ জনকে শ্রম আইন ভঙ্গের দায় গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যেও সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করেছিলেন ১ হাজার ২১২ জন।তাদের ৭৩ শতাংশ ইথিওপিয়ার, ২৫ শতাংশ ইয়েমেনি ২ শতাংশ অন্যান্য দেশের অন্যান্য দেশের। 

এর আগে গত সপ্তাহে সৌদি আরবের আবাসন ও শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায় ১৯ হাজার ৬৯৬ জন কে প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলছেন, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments