শিরোনাম

অচিরেই দেশে নতুন বিভাগ ঘোষণা হতে যাচ্ছে


ডেস্ক রিপোর্ট : অচিরেই দেশে নতুন বিভাগ ঘোষণার কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

তিনি বলছেন, পতিত স্বৈরাচার হাসিনা বলেছিলেন কুমিল্লার নামে বিভাগ হবে না। আমরা এখন বলতে চাই, এখানে কোনো বিভাগ হলে কুমিল্লা নামেই হবে। এটা করার জন্য যা প্রয়োজন সব করা হবে। সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে শীঘ্রই বাস্তবায়নের তাগিদ দেওয়া হবে। 

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডিআর উচ্চ বিদ্যালয়ের মাঠে মুরাদনগর উপজেলাবাসীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপদেষ্টা আসিফ ভারতের আর্শীবাদে নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতা আসতে হবে বলে রাজনৈতিক দল গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

 তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্ভূত ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের রাজনৈতিক নেতাদের মাঝে একটি সংস্কৃতি চালু হয়েছে যে, ভারতের আশিবাদ ছাড়া ক্ষমতায় আসা যাবে না।

এটা এদেশের জন্য দুঃখজনক। আপনারা যদি মনে করেন ভারতের আর্শীবাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না। তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়েও বেশি এ দেশে কারো ভারতের আনুগত ছিল না। সেই শেখ হাসিনা কি পরিণত করেছে আপনারা স্পর্শ দেখতে পাচ্ছেন।

আপনারা যদি ভবিষ্যতে এ ধরনের পরিণতি দেখতে না চান।তাহলে বাংলাদেশের জনগণের মেন্ডেটকে একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে অবলম্বন করুন অন্য শক্তির আশীর্বাদ নয়। 

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত হওয়া ৩৫ জনের পরিবারের মাঝে সরকারিভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments