শিরোনাম

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন


আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের বাহিরে বিকেলে একটি  হিন্দু সংগঠন বঙ্গিও হিন্দু জাগরণ’ সংগঠনের সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ (২০ নভেম্বর বৃহস্পতিবার ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সামনে চলে যায় এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুছে কুশপুত্তলিকা পড়ানোর মতো জঘন্য  কাজ করে।

এতে আরও বলা হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনারের সব সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এর ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারতের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংসতা তীব্র নিন্দা জানায় এবং ডেপুটি হাইকমিশনসহ ভারতের অপচিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এসব মিশন এর কর্মরত কূটনৈতিক ও অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানায়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments